Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
মহাদেও নদী
বিস্তারিত

মহাদেও নদীটি ভারতের মেঘালয় রাজ্য হতে প্রবাহিত। অত্যন্ত  খরস্রোতা  এই নদী । সে তার নিজের ইচ্ছা মত যেদিক দিয়ে খূশি সেদিক দিয়েই প্রবাহিত হয়। শুষ্ক মৌসুমে নদীটি শুধু দুধু বালুচড় ও খাস বনে নিমজ্জিত থাকে। বর্ষার পানিতে পাহাড় হতে প্রচুর পরিমানে পাথর ও কয়লা নদী দিয়া ভাসিয়া আসে। অত্র ইউনিয়ন কয়েক হাজার গরীব অসহায় মানুষ পাথর ও কয়লা উঠাইয়া জীবিকা নির্বাহ করিয়া থাকে। মহাদেও নদীর বালু ও পাথর উপজেলার বিভিন্ন এলাকায় ঘর বাড়ী নির্মাণ সহ রাস্তার কাজে ব্যবহৃত হয়।