হিন্দুধর্মীয় লোকদের দর্শনীয় স্থান চন্দ্র ডিংগা পাহাড় । কথিত আছে যে, পৌরানিক যোগে হিন্দুদের দেবতা পদ্মা দেবীল সহিত চাঁদ সওদাগরের বিরোধ ছিল। স্থানটি পূর্বে কালিদহ সাগর নামে পরিচিত ছিল। চাঁদসওদাগরের সপ্তডিংগা কালিধর সাগরে পদ্মা দেবী তার পূজা না করায় ডুবাইয়া দিয়াছিল। বর্তমানে স্থানটিতে ৭টি পাথরের নৌকার আকৃতি রহিয়াছে। স্থানটি চন্দ্রডিংগা পাহাড়ে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস